সেবাসমূহ:
বন্ধ্যাত্ব:
সর্বপ্রকারের বন্ধ্যাত্বের চিকিৎসা ও সুপরামর্শ দেওয়া হয়।
বন্ধ্যাত্বের চিকিৎসার জন্য সর্বাধুনিক উপায়ে Laparoscopy এবং Hysteroscopy এর মাধ্যমে চিকিৎসা সেবার ব্যবস্থা আছে।
সর্বশেষ উপায়ে বন্ধ্যাত্ব চিকিৎসার জন্য IVF (Test tube baby) এর মাধ্যমে চিকিৎসা প্রদানের ব্যবস্থা আছে।
Male infertility স্বামীর বীর্যজনিত কোন সমস্যা থাকলে IUI পদ্ধতির মাধ্যমে বাচ্চা নেওয়া এবং চিকিৎসা প্রদানের ব্যবস্থা আছে।
বিশ্বমানের সর্বাধুনিক চিকিৎসাপদ্ধতি হিসেবে জরায়ু এবং ডিম্বাশয়ে PRP এবং Stem cell therapy দেওয়ার ব্যবস্থা আছে।
অস্ত্রোপচারের মাধ্যমে জরায়ুর জন্মগত ত্রুটি নির্ণয় ও সমাধান করা হয়।